আমাদের কথা খুঁজে নিন

   

দানবেরা ধ্বংস হোক

হঠাৎ রাতের অাঁধারটা-ঝঞ্ঝা বুকে ঝাঁপিয়ে পড়লো

সোনার মূর্তিটা অহিংসার প্রতীক-দেবতা

কাঁদলো কি হাসলো কিছুই বোঝা গেলনা

আর ওর তাতে কিছুই যায় আসেনা...।

অাঁধার কতই আসবে যাবে, সকালের সূর্যটা উঠবেই

কিন্তু মেয়েটা-যে পূজা দিতে এসে সকল জীবন

সঁপে দিয়ে নিবেদন করে নিজেকে, তাহলে কোন দেবতা !

তার মনতো মানে না, চিৎকার আর চিৎকার-আগুন আগুন।

ঝলসে যায় মূর্তিটার সোনালী মুখমণ্ডল

শরীর থেকে দানবের তাণ্ডবে খণ্ডিত হয় হাত পা

আসলে কি ভগবান বুদ্ধের মস্তক ওরা ভাঙতে পেরেছে

বুদ্ধের অন্তরে জাগে ঘৃণা- ওসব পশুদের প্রতি...।

তবু বুদ্ধ যে অহিংসার প্রতীক-ক্ষমা ছাড়া জানেনা কিছু

আর জানে ত্যাগ... তাঁর অন্তর হেসে উঠে

'ওরা অজ্ঞান, দানব আমিতো দেবতা, ক্ষমা করাই-কাজ

তবু পূজারী মেয়েটা বশে, আমি মানিনা ...দানবের ধ্বংস চাই !

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.