আমাদের কথা খুঁজে নিন

   

'একদলীয় নির্বাচন প্রতিরোধে সর্বদলীয় সংগ্ø

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় প্রহসনের নির্বাচন প্রতিহত করতে প্রতিটি কেন্দ্রে সর্বদলীয় সংগ্রাম কমিটি করা হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে আন্দোলন করতে হবে এবং সে লড়াইয়ে আমাদের অবশ্যই জয়ী হতে হবে। গতকাল সন্ধ্যা সোয়া সাতটায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশনে যাত্রাবিরতিকালে সংক্ষিপ্ত পথসভায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মোকাদ্দেস আলী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুবদলের সভাপতি আবু সাইদ সুইট, সম্পাদক মির্জা বাবু, ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.