আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নদলের মূকাভিনয় 'স্বাধীনতা সংগ্রাম'

প্রয়াত নাট্যজন এম এম সোলায়মানের ৬০তম জন্মোৎসব উপলক্ষে থিয়েটার আর্ট ইউনিট আয়োজিত 'রঙ্গমাতন সোলায়মান মেলা ২০১৩'-এ নাট্যসংগঠন স্বপ্নদল মূকাভিনয় প্রযোজনা 'স্বাধীনতা সংগ্রাম' নিয়ে অংশগ্রহণ করছে। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এ নাট্যমেলায় স্বপ্নদলের স্টলে বিকাল সাড়ে ৪টা, সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় 'স্বাধীনতা সংগ্রাম'-এর তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 'স্বাধীনতা সংগ্রাম'-এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। লোকখেলা, নৌকা বাইচ, জারি-সারি-পুতুলনাচ, উৎসব-মেলা-আনন্দে ঘেরা হাজার বছরের ঐতিহ্যময় সাম্প্রদায়িক সম্প্রীতির আবহমান বাংলা। কৃষিভিত্তিক এ ভূখণ্ডের স্বাভাবিক বিকাশপথে অপ্রত্যাশিত মধ্যখণ্ডন শান্তিপ্রিয় বাঙালির ওপর স্বার্থগত কারণে চাপিয়ে দেয়া পাকিস্তানের বর্বর যুদ্ধ। আর এতে হানাদারদের সহযোগী হয় বাংলারই অন্ন-জলে বেড়ে ওঠা সুবিধাবাদী কিছু স্বাধীনতাবিরোধী! অনিবার্য মুক্তির আহ্বানে তখন বাংলার নির্যাতিত মানুষ একতাবদ্ধ হয়ে দাঁড়ায় এদের বিরুদ্ধে। আর এরই ধারাবাহিকতায় দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় বাঙালির লাল-সবুজের পতাকা। বর্তমান সময়ে তাই পুনর্বার অনিবার্য প্রত্যাশা বাঙালির সেই স্বকীয়-পরিচয়- সাম্প্রদায়িক সম্প্রীতি। এ প্রেক্ষাপট অবলম্বনেই নির্মিত হয়েছে স্বপ্নদল প্রযোজনা মূক-আঙ্গিকে বাঙালির গৌরবগাথা 'স্বাধীনতা সংগ্রাম'। মূকাভিনয় 'স্বাধীনতা সংগ্রাম'-এর শৌভিকরা হলেন- সুকন্যা, শিশির, আলী রেজা, সামাদ, রেজাউল, শাহিন, মোস্তাফিজ, সোনালী, মিতা, শুভ, মাধুরি, ঋতু প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.