এ প্রসঙ্গে রাজু গ্লিটজকে বলেন, “কাজী জহিরের ছেলে সাগরের সঙ্গে আলোচনা করে আমরা ময়নামতি সিনেমাটি পুনর্নিমাণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ”
রাজু জানান, কাজী জহিরের প্রযোজনা সংস্থা চিত্রা ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছিল ‘ময়নামতি’। এবারও চিত্রা ফিল্মসের ব্যানারেই মুক্তি পাবে তার সিনেমা।
তিনি আরও জানান, সিনেমাটি ডিজিটাল ফরম্যাটে নির্মিত হচ্ছে। ১৩ নভেম্বর থেকে শুরু হবে সিনেমার শুটিং। সার্বিক তত্ত্বাবধানে থাকবে জাজ মাল্টিমিডিয়া।
চলচ্চিত্র পরিচালক কাজী জহির বেশকটি ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল: বধূ বিদায়, মধুমিলন, অবুঝ মন, নয়নতারা, কথা দিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।