আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ব জেরুজালেমে আরও ৯৪২টি বাড়ি নির্মাণেø

পূর্ব জেরুজালেমে নতুন করে আরও ৯৪২টি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে জেরুজালেম পৌরসভা। ফিলিস্তিনের

সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রাক্কালে তারা সেখানে বসতি নির্মাণের এই অনুমোদন দিল।

পৌরসভার কাউন্সিলর ইউসেফ পেপ আলালু এএফপিকে বলেন, জেরুজালেম পৌরসভা পূর্ব জেরুজালেমের গিলোতে ৯৪২টি বাড়ি নির্মাণের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। রবিবার ইসরায়েল কর্তৃপক্ষ সহস্রাধিক বাড়ি নির্মাণের পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর জেরুজালেম পৌরসভা নতুন করে এই বসতি নির্মাণের অনুমোদন দিল। তাদের এই পদক্ষেপে ফিলিস্তিনের জনগণ বিক্ষুব্ধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এর কঠোর সমালোচনা করা হয়। এদিকে ইসরায়েলের নতুন বসতি স্থাপন সত্ত্বেও শান্তি আলোচনার ব্যাপারে আশাবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনার ঠিক আগের দিন ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে এই বসতি নির্মাণের পক্ষে সাফাই গেয়ে ফিলিস্তিনিদের 'বিরূপ প্রতিক্রিয়া' না দেখানোর আহ্বান জানিয়েছেন কেরি। বিবিসি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.