গাড়ি ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় পুলিশের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন হাইকোর্ট। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি বোরহান উদ্দিন এবং বিচারপতি কাশিফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। এর আগে ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন মির্জা ফখরুল।
গত ৯ ডিসেম্বর পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল গ্রেফতার হন। ১০ ফেব্রুয়ারি কলাবাগান থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।