আমাদের কথা খুঁজে নিন

   

হবিগঞ্জের সাবেক এমপি মুবিন চৌধুরী আর নেই

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের ৪ বারের নির্বাচিত সাবেক আবু লেইছ মো. মুবিন চৌধুরী (৭২) আর নেই। গতকাল সকাল ৬টায় তিনি হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুবিন চৌধুরী জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ১৯৮৮, '৯১ ও '৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ওই বছর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এ এস এম কিবরিয়ার কাছে অল্পভোটে হেরে যান। পরে গ্রেনেড হামলায় শাহ এ এস এম কিবরিয়া নিহত হলে ২০০৫ সালে উপ-নির্বাচনে মুবিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। বাদ আসর হবিগঞ্জ ঈদগাহ মাঠে জানাজা শেষে শায়েস্তানগর কবরস্থানে দাফন করা হয়।

শোকবার্তা : সাবেক এমপি আবু লেইচ মো. মুবিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুবিন চৌধুরীকে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির এক নির্ভীক সৈনিক হিসেবে আখ্যায়িত করে তার বিদেহী আত্দার মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.