কুমিল্লার ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সমাধি ক্ষেত্রে প্রার্থনা ও ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে ১২ দেশের হাইকমিশনার ও প্রতিনিধিরা গতকাল তাদের স্মরণ করলেন। বেলা সাড়ে ১১টায় প্রথমে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও পবিত্র বাইবেল পাঠের পর ঢাকা হলিক্রস স্কলাস্টিকের যাজক ফাদার ম্যাকডারমট প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। ব্রিটিশ সামরিক উপদেষ্টা লে. কর্নেল স্টুট কার্টারমুল আর আইরিশের স্বাগত বক্তব্যের পরে সমাধি ক্ষেত্রের পশ্চিমে শ্বেতপাথরের হলিক্রসে প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়া কমান্ডারের পক্ষে স্টেশন কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করেন। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের নেতৃত্বে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইউরোপিয়ান ইউনিয়ন ও নরওয়েসহ কমনওয়েলথভুক্ত ১২টি দেশের হাইকমিশনার ও প্রতিনিধিরা হলিক্রসে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন। নিহত যোদ্ধাদের স্মরণে ব্রিটিশ হাইকমিশনের রাজ আনিস, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী জুলিয়া বাড়ৈ ও জামশেদ খান কবিতা আবৃত্তি করেন। প্রার্থনা অনুষ্ঠান শেষে হাইকমিশনার, প্রতিনিধি ও তাদের সঙ্গে আসা পরিবারের লোকজন ওয়্যার সিমেট্রিতে শায়িত বীর যোদ্ধাদের সমাধি ঘুরে দেখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।