আমাদের কথা খুঁজে নিন

   

একজন Psycho Therapist দরকার counseling করার জন্য

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

চাকুরী আর পারিবারিক নানা রকম ঝামেলার কারনে অনেকদিন পরে ব্লগে আসা হয়না। আজ এলাম খুব দরকারে। বন্ধুরা কেউ যদি আমাকে একটু ইনফরমেশন দিয়ে হেল্প করতেন, অনেক উপকৃত হতাম। একজন Psycho Therapist দরকার counseling করার জন্য। আমার এক বোন খুবি হতাশাগ্রস্থ হয়ে পড়েছে বিভিন্ন ব্যাক্তিগত এবং পারিবারিক কারনে ।

তার জন্য। আমি শুনেছি counseling এর মাধ্যমে Psycho Therapist ওষূধ ছাড়াই চিকিৎসা করেন (যদি ওষুধ না লাগে)। কেউ কি এমন একজন ডাক্তারের ব্যাপারে সহযোগীতা করতে পারবেন। মিরপুরের কাছাকাছি হলে ভালো। না হলেও সমস্যা নেই।

অনেক কৃতজ্ঞ থাকবো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.