আমাদের কথা খুঁজে নিন

   

স্ট্রিট ভিউয়ের ব্যাখ্যা চেয়েছে ব্রাজিল

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, আদালতের নির্ধারিত সময়ের মধ্যে গুগল স্ট্রিট ভিউ গাড়ি সম্পর্কে ব্যাখ্যা না করলে, পরবর্তী প্রতিদিনের জন্য ৪৫ হাজার ডলার জরিমানা দিতে হবে গুগলকে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপে একই অপরাধে গুগলের স্ট্রিট ভিউ প্রোগ্রামকে জরিমানা করা হয়। অভিযোগে বলা হয়েছে, স্ট্রিট ভিউ গাড়ি ছবি তোলার সময় প্রোগ্রামের মাধ্যমে নিকটবর্তী স্থানের বিভিন্ন সার্ভার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে। এর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের ইমেইল, পাসওয়ার্ড ও ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে।
ব্রাজিলিয়ান ইন্সটিটিউট অফ কম্পিউটার পলিসি অ্যান্ড রাইটস আদালতে এ বিষয়টি নিয়ে মামলা করলে আদালত এ নির্দেশনা জারি করেন।
এর আগে একই অপরাধে যুক্তরাষ্ট্রে ৭০ লাখ ডলার জরিমানা পরিশোধে রাজি হয়েছে গুগল। এছাড়া জার্মানিতে গুগলকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ইউরো।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.