ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গুগল ইতোমধ্যে ১৬টি আন্তর্জাতিক এয়ারপোর্ট এবং ৫৯টি ট্রেন আর সাবওয়ে স্টেশনকে স্ট্রিট ভিউয়ের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
অন্তর্ভুক্ত জায়গাগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের এডিনবরা, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার আর লিডসের গ্যাটউইক এয়ারপোর্ট ও ট্রেন স্টেশন। এছাড়া রয়েছে লন্ডনের প্রধান কয়েকটি স্টেশন।
গুগল ইতোমধ্যেই নতুন স্ট্রিট ভিউ ট্রানজিট জায়গাগুলো নিয়ে একটি মানচিত্রও প্রকাশ করেছে। এতে পর্যটকদের কোনো নতুন জায়গা ভ্রমণ করতে আরও সুবিধা হবে বলে জানিয়েছে গুগল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।