আমাদের কথা খুঁজে নিন

   

কথামালা- ৯

এসো নীপবনে
এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বোধনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো।

তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা।

তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো। কথামালা- ৯ - গলা ব্যথা এখনো আছে? - হুম - অফিসে গলার স্বর শুনেই বুঝেছি কথা বলতে কষ্ট হচ্ছে? - হুম - আচ্ছা কিছু টাইপ করতেও কি কষ্ট হচ্ছে? - না, কেন? - তবে শুধু হুম, হুম করছেন কেন? - কি বলবো? - ঔষধ খেয়েছেন? - না - সে কী? - গরম পানি খাচ্ছি - কি আশ্চর্য! কেবল গরম পানি খেলে সারে? - সারে তো।

- আমার ইচ্ছে হচ্ছে - কী? - না থাক, কি আর হবে বলে - তবু শুনি? - এখুনি আপনার বাসায় এসে আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যাই - হাঃ হাঃ হাঃ - হাসবেন না, একদম হাসবেন না। অসুখ নিয়ে কেউ এতোটা উদাসীন থাকে? - গলা ভেঙেছে, এটা এমন কি অসুখ শুনি? - গলা ব্যথা করছে? - হ্যাঁ - কথা বলতে কষ্ট হচ্ছে? - হ্যাঁ - এরপর ও বলবেন এইসব কিছু না আপনার কষ্ট হলে - আমার কষ্ট হলে - গলায় মাফলার জড়িয়েছেন? - না তো, আপনি কথা ঘুরাচ্ছেন - বাসায় মাফলার নাই? - কোথায় আছে জানি না - তাহলে ওড়নাটাই ডাবল করে পেচান। - কেন? - আরাম লাগবে। - আচ্ছা - জ্বী, ম্যাডাম। আর হালকা গরম পানিতে গড়গড়া করবেন।

- গড়গড়া করতে পারিনা। - আমিও পারিনা, তাহলে হালকা গরম পানি একটু একটু করে বারবার খাবেন। অবশ্যই ঠান্ডা, আর বেশি গরম পানি খাবেন না। - আপনি এতো কিছু জানেন কিভাবে? আপনি তো আর ডাক্তার না। - জানি, পেপার পড়ে।

- পেপার পড়ে? - হুম একসময় চাকরির জন্য পেপার পড়তাম চাকরির বিজ্ঞাপন খুঁজতাম কাজ ছিলোনা তাই সব পড়তাম ডাক্তারের পরামর্শও বাদ যেত না। - তাই তো বলি, সব বিষয়েই আপনার পরামর্শ কেন? - ও তাই? - জ্বী, জনাব, এখন আসি। - কাল অফিস আসবেন তো? - হুম আসবো। - আচ্ছা, আল্লাহ হাফেজ। - আল্লাহ হাফেজ।

আগের পর্বগুলো- কথামালা- ৮ কথামালা- ৭ কথামালা- ৬ কথামালা-৫ কথামালা- ৪ কথামালা- ৩ কথামালা- ২ কথামালা- ১
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।