আমাদের কথা খুঁজে নিন

   

বায়ার্ন জিতলেও হেরেছে বরুসিয়া

শনিবার ঘরের মাঠে বায়ার্ন ৩-০ গোলে অগসবুর্গকে হারিয়েছে। আর ভলফসবুর্গের মাঠ থেকে ২-১ গোলের হার নিয়ে ফিরেছে বরুসিয়া। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের মাঠে আর্সেনালের কাছে ১-০ গোলে হেরেছিল বরুসিয়া। তবে জয়ের ধারায় ফিরেছে বায়ার লেভারকুজেন। ঘরের মাঠে হামবুর্গকে ৫-৩ গোলে হারিয়েছে তারা।

আলিয়াঞ্জ অ্যারেনায় চতুর্থ মিনিটেই জার্মান ডিফেন্ডার জেরম বোয়াটেংয়ের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড ফ্র্যাঙ্ক রিবেরি। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি জার্মান স্ট্রাইকার টমাস মুলারের। প্রতিপক্ষের মাঠে বিরতির ঠিক আগে মিডফিল্ডার মার্কো রয়েসের গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি বরুসিয়া। ৫৬ ও ৬৯ মিনিটে গোল করে ভলফসবুর্গকে দারুণ এক জয় এনে দেন সুইস ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেজ ও ক্রোয়াট ফরোয়ার্ড ইভিকা ওলিচ।

লেভারকুজেনের জয়ে হ্যাটট্রিক করে সবচেয়ে বড় অবদান দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার সন হিউং-মিনের। অন্য গোল দুটি ফরোয়ার্ড স্টেফান কিয়েসলিং ও ডিফেন্ডার গনজালো কাস্ত্রোর। ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। বরুসিয়া ও লেভারকুজেনের পয়েন্ট ২৮, তবে গোল গড়ে এগিয়ে থাকায় বরুসিয়ার অবস্থান দ্বিতীয়। বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে শালকে ৩-১ গোলে ভার্ডার ব্রেমেনকে ও হার্থা বার্লিন ৩-২ গোলে হফেনহাইমকে হারিয়েছে এবং আইনট্রাখট ব্রাউনশোয়াইগ ও হ্যানোভার গোলশূন্য ড্র করেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.