--------------------------ছবি-নিজস্ব এলবাম আমি পালিয়ে বেড়াই তোমার থেকে,চলে যেতে চাই অনেক দূরে; অন্য কোন ঠিকানায় সকল গ্লানি ব্যর্থতা অবজ্ঞার প্রেমহীন এই ভূবন ছেড়ে। তাই সব ছাড়ছি ছেড়েছি নিজে থেকেই নিজের স্মৃতিগুলো কেড়ে নিয়েছি; তোমার সহপাঠীরা আমার অনেক কাছের মানুষ ছিল; তাদের থেকে সরে এসেছি অনেক দূরে কারন তাদের সঙ্গে জীবন্ত হয়ে ওঠে তোমার স্মৃতিগুলো। সেই সব জায়গাগুলোতেও আর পথ চলি না আমি, মনের ভুলে আমার হিয়ার মাঝে যদি স্মৃতি হয়ে আস তুমি। তোমার স্মৃতি বিজড়িত সেই চাকরিটাও আমি ছেড়ে দিয়ে নতুন কিছু করছি; তোমার সকল তোমাকে আমার থেকে মুছে ফেলে ভিন্ন পথে চলছি; ভাসছি হাওয়ায় ভাসছি-মুক্তির স্বাদ জিভে নিয়ে যেখান খুশি যাচ্ছি; তোমার কাব্য ছূড়ে ফেলে নতুন কাব্য লিখছি। থাকতে চাইলাম একা,সঙ্গিহীন নিমগ্ন নির্জনতায়; সেই একাকিত্বের সুযোগ নিয়ে তুমি চলে আসো আমার হিয়ার মাঝে তোমায় খুজে পাই কল্পনায়। ধন ছাড়লাম জন ছাড়লাম, ছাড়লাম সারাবিশ্ব; আমার প্রাণে তোমারই বাস!তুমিহীনা তা নিস্ব!! মহা সমস্যায় আমি! কি করে তোমার থেকে অসীম দূরত্বে সরি? এ কাজটা অতি সহজ মিছেই ভেবে মরি! আমার দেহ থেকে আত্না শ্বাস -প্রশ্বাস হৃদস্পন্দন ত্যাগেই আমি মুক্ত বিহঙ্গ তোমার থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।