আমাদের কথা খুঁজে নিন

   

শান্তিপূর্ণ হরতাল পালন হচ্ছে !



মাত্র কিছুক্ষন আগের খবর: রাজধানীর লক্ষ্মীবাজারে ভিক্টোরিয়া পার্কের সামনে পিকেটারদের ছোঁড়া পেট্রোল বোমায় চলন্ত লেগুনার আগুনে দগ্ধ হয়েছেন ৭জন। দগ্ধদের মধ্যে মন্টু পাল (৩৮) এর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। আজ রবিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। সদরঘাট-পোস্তাগোলার একটি লেগুনা রাত সাড়ে আটটার দিকে ভিক্টোরিয়া পার্কের কাছে আসলে পিকেটাররা সেটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে।

এতে লেগুনার ১২ জন যাত্রীর মধ্যে ৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে আহত মন্টু পাল (৩৮) এর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। চিকিৎসকদের মতে তার মৃত্যু সময়ের ব্যাপার মাত্র। তিনি একটি স্বর্ণের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।

আহত বাকি চারজন হলেন, টেইলার্স মাস্টার কামাল হোসেন (৩৫), তার অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক আহত আরেকজন হচ্ছেন শ্রী মুক্তার (২৫), তার শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আহত হয়েছেন মিন্টু (১৮), সাগর (১৭)। কি চমৎকার শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছেন ম্যাডামের দল তার শিবির ভাই-বেরাদারদের নিয়ে ।

এরপরও রিজভী সাহেব দলীয় কার্যালয়ের এসি রুমে বসে ক্যামেরার সামনে সমস্ত পৃথিবীর উপর বিরক্ত এমন একটা চেহারা নিয়ে লেকচার দিবেন "আমরা শান্তিপূর্ণ কর্মসুচী পালন করছি, জনগন আমাদের সাথে স্বত:স্ফুর্তভাবে হরতাল পালন করছেন । তাঁদেরকে অভিনন্দন !" আচ্ছা কেমন লাগে যখন একজন মানুষ আগুনে পুড়তে থাকে? সে কি তীব্র যন্ত্রনা টের পায়? নাকি আল্লাহ-তায়ালা তাকে ব্যাথার অনুভূতির উপরে নিয়ে যান? সে কী খুব অবাক হয় যে কেন তাকেই এমনভাবে পোড়ানো হচ্ছে? কেমন লাগে যখন তার আপনজনদের কাছে হঠাৎ ফোন আসে যে তাদের প্রিয় মানুষটি হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু যন্ত্রনায় কাৎরাচ্ছে? কেমন লাগে যখন সকালে সুস্থশরীরে কাজে বের হওয়া মানুষটি আর ঘরে ফেরৎ আসে না? কেমন লাগে যখন মাত্র কয়েকঘন্টার ব্যবধানে পুড়ে কয়লা হয়ে যাওয়া প্রিয়জনটির জন্য কাফনের কাপড় কিনতে হয়? কেমন লাগে তখন ? ঠিক কেমন লাগে ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.