আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি

সাধারণ জ্ঞান : সঠিক উত্তরে টিক (্র) চিহ্ন দাও

১. বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দফতর কোথায় অবস্থিত?

ক. চট্টগ্রামখ. ফেনী গ. নোয়াখালী ঘ. পাহাড়তলী

২.জামালপুরের পূর্ব নাম কী?

ক. নদীয়াখ. সিংহজানী গ. জালালাবাদ ঘ. ত্রিপুরা

৩.বিমানবাহিনী ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত?

ক. চট্টগ্রামে খ. যশোরে গ. ঢাকায়ঘ. ফরিদপুরে

৪.রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?

ক. পল হ্যারিস খ. ব্যাডেন পাওয়েল

গ. হেনরী ডুনান্ট ঘ. আলফ্রেড নোবেল

৫.জাতিসংঘের ইউরোপীয় সদর দফতর কোথায় অবস্থিত?

ক. প্যারিস খ. লন্ডন গ. জেনেভা ঘ. বার্লিন

৬.২০১০ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়?

ক. মিসরেখ. জাপানে গ. ইংল্যান্ডে ঘ.দক্ষিণ আফ্রিকায়

৭.বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সঙ্গে ভারতের কোন সংযোগ নেই?

ক. দিনাজপুরখ. পঞ্চগড় গ. চাঁপাইনবাবগঞ্জ ঘ. বান্দরবান

৮.অলিম্পিক এয়ারওয়েজ কোন দেশের বিমান সংস্থা?

ক. রাশিয়া খ. ফ্রান্স গ. গ্রিস ঘ. জার্মানি

৯.'মাওরি' কোন দেশের আদি অধিবাসী?

ক. ডেনমার্ক খ. নিউজিল্যান্ড গ.হল্যান্ড ঘ.অস্ট্রেলিয়া

উত্তরমালা : ১.ক ২.খ ৩.খ ৪.গ ৫.গ ৬.ঘ ৭.ঘ ৮.গ ৯.খ

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.