এনিয়ে গত দুই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দুই দিনে ১ হাজার ১৫৪ জন ফরম কিনলেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের সঙ্গে মতদ্বন্দ্বের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সংবাদ সম্মেলনে জানান, দ্বিতীয় দিন শেখ হাসিনার জন্য রংপুর-৬ আসনের আবেদনপত্র কিনেছেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।
এদিন ঢাকা বিভাগে ১২৬ জন, রংপুর বিভাগে ৪৬, রাজশাহী বিভাগে ৫৭, বরিশাল বিভাগে ৫৩, খুলনা বিভাগে ৫৬, চট্টগ্রাম বিভাগে ১০৩ এবং সিলেট বিভাগে ৩৪ জন দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্র কিনেছেন বলে জানান মৃণাল।
জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র বিতরণ শুরু করে আওয়ামী লীগ।
ওই দিন প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা, নয় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৬৭৮ জন আবেদনপত্র কেনেন।
দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আবেদনপত্র সংগ্রহ করেন।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথও দ্বিতীয় দিনে আবেদনপত্র কেনেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় সাত বিভাগের জন্য সাতটি বুথ থেকে আবেদনপত্র বিক্রি ও জমা নেয়া হচ্ছে।
মনোনয়নপ্রত্যাশীরা সকাল থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকের মিছিল নিয়ে আবেদনপত্র সংগ্রহ করছেন।
দলীয় সঙ্গীতের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে নেচেগেয়ে আসছে মিছিলগুলো।
এবছর আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এই আবেদন ফরম বিক্রি ও জমা নেয়ার কথা রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।