চিরজীবিত হুমায়ূন অবশেষে পঁয়ষট্টিতে পা দিলো। না, তার আর মৃত্যু হবে না। কেবল বেড়ে যাবে জন্মের পরিধি। দিন আসবে দিন যাবে, হুমায়ূনও তার সৃষ্টির ভেতর নবতর দ্যুতিতে জাগ্রত হতে থাকবে। যেমন সারারাত সুনিদ্রা বা অনিদ্রার পরও সকালে মনুষ্য কিংবা প্রাণীকুল নতুন উদ্যমে জীবন শুরু করে। হুমায়ূনের তো আর আক্ষরিক অর্থে অনিদ্রার কোনো সম্ভাবনা নেই। যা আছে তা হয়তো অনন্ত নিদ্রা, অথবা এক কাঠামো অন্য এক কাঠামো বা আরো বহু কাঠামোতে বিভক্ত হয়ে অন্যরকম জীবনযাপনের সম্ভাবনা। (পড়তে ক্লিক করুন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।