নুয়ে পড়া
শাফিক আফতাব.......
কতকিছু নুয়ে গেছে__নুয়ে গেছে কত রাজনৈতিক নেতা, ছবির ভিলেন
গ্রাম্যপলিটেক্স্রের কুটলোক, আদম বেপারী, নুয়ে গেছে মাগির দালাল, বৃক্ষের ডাল
নুয়ে গেছে মেধাবীর অহঙ্কার, নুয়ে গেছে নদীর পাড়
নুয়ে গেছে কিশোরীর কাঁচা যৈবন, যুবতীর কামনার কলা, নুয়ে গেছে মিথ্যুকের ঠোঁট
গাভীর বোঁট,
আর তুমি নুয়ে গেছো ভালোবাসার ভারে
আমি নুয়ে গেছি, ভালোবেসে তোমারে।
এভাবে সবকিছু নুয়ে যায়__নুয়ে নুয়ে শুয়ে পড়ে মৃত্রিকার গভীরে
সেদিন সকল অহঙ্কার অঙ্গার হয়ে জ্বালানি হয়,
বহমান ট্রেনের কয়লা হয়।
এত অহঙ্কার কেনো হে মানবপুত্র
তুমি কি নুইবে না একদিন,? চোখ বুজে দেখোনা, কোথায় গ্রীক, বেবেলন, হরপ্পা ?
কোথায় হিটলার, নেপোলিয়ন, ক্লিওপেট্ট্রা ?
কোথায় ফেরাউন, আর নীলনদ, আর হোয়াংহোর তীর কোথায় ?
১২.১১.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।