রোদ ভেঙ্গেছে আজ। ক্লান্ত ঢেউয়ের মত চারদিকে আবছায়া নেমে এলে,আমার অবসাদে ঘুন ধরা সময় অনড় ই পড়ে থাকে; যেমন - অনাবৃত শরীরের প্রতি টি লোমকূপ নোনা বাতাস আর রোদ খেয়ে খেয়ে খুব বেশী নুয়ে পড়েছে। আমরা তিনজন ই এক পথে পায়ে পায়ে; আমি,লোমশ শরীর আর সূর্য- -ক্রমাগত নুয়ে পড়ছি । আমাদের শাস্তি হয়েছে ঐশ্বরিক সূত্র অবমাননায়- তাই নুয়ে যেতে হবে । বেড়ে উঠা লতা যেমন চৈত্র্যের দুপুরে নুয়ে যায় আমাদের নুয়ে পড়া তেমন নয় লতাসব জেগে উঠে আবছায়া আড়ালে আমরা ক্রমশ নুয়েই যেতে থাকব অন্ধকার যতদূর হাত বাড়িয়ে আছে, ততটুকু গভীরে । এক সময় তাকিয়ে দেখব চক পেন্সিল হাতে দাঁড়িয়ে বিষন্ন বিমূর্ত কোন চশমার ফ্রেম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।