যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। শুনেছি ওপারে বিনিদ্র টেবিল মেঘ হয়ে উড়ছে কিছু প্রাত্যহিক মৌমাছি গোপন আর্দ্রতায় ভারাক্রান্ত চেয়ার ডুবে যায় তবু চিৎকারে বলে আছি নুয়ে নুয়ে পড়া রোমশ বিমের গায় গলে যাচ্ছে অনন্ত নক্ষত্রবীথি তবুও নির্বিকার থাকে সে চিরুনি দিয়ে ঠিক করে নেয় সিঁথি শীতল বিছানায় সমুদ্রের আহবান নিস্তরঙ্গ ঢেউয়ে নেংটো নোনামাছের ঘ্রাণ ওপারে একটা শহর, একটা পূর্ণাঙ্গ দালান সিঁড়ির খাঁজে খাঁজে কিছু ফেলে আসা বকুলের প্রাণ এপারে ঘুমন্ত হ্রদ মাটির নিচতলা থেকে উঠে আসা অকস্মাৎ ভকভক কাদায় উঠোন সয়লাব পড়ে থাকা ল্যাভেন্ডারে ফেলে আসা শিশু-পায়ের দাগ ওপারে একমুঠো এলোচুল নতুন বালিশে ঘুমন্ত কিছু ভুল অভিমানী আঙ্গুলে নামতা শেখানোর ছল এপারে, ঘণ অন্ধকার আঁচ করে পথে নামা দুরন্ত ছেলের দল এপারে শাপলুডু, মই আর ফাঁদ শুধু বিপর্যস্ত ছকে অবিশ্বাসী ঘড়ির ডাক নুয়ে পড়া মানুষের মুখ মেঘ নয় জলের বুক কি গাছ কি ফুল সব একাকার দালান গলে হ্রদ হয় হ্রদ গলে পিচ কালো কালো আরো কালো ঘামে সবকিছু বিচ্ছিরি কদাকার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।