লজ্জার শিশিরে ঘাসের মতোন নুয়ে যেতে শুভ্র ভোরে
[শাফিক আফতাব]
তোমার চোখে চোখ রাখার জন্য কতগুলো গোলাপ দিয়েছিলাম
তুমি প্রায়শ আনত থাকতে__লজ্জার শিশিরে ঘাসের মতোন নুয়ে যেতে শুভ্র ভোরে
তোমাকে দেখার তৃষ্ণাগুলো প্রসূতি পাখির মতোন ফোটাতো পুলকের গুচ্ছ গুচ্ছ ফুল
তোমাকে বলা সাবলীল সংলাপগুলো অবিকল গীতিকবিতা হতো রাত্রির আঁধারে
___সেই তুমি আজ কত কাছে শুয়ে থাকো__ফুলের মতোন ফুটে থাকো
তৃষ্ণার আকাঙ্ক্ষায় অপেক্ষায় থাকো পুলকের আঁধারে ভিজে
নিবেদন করার জন্য সেজে থাকো উৎসবে সাজানো কিশোরীর মতোন।
অথচ সেই তোমাকে দেখার অবকাশ কোথায় আজ ?
সময় বিবর্ণ করে দিয়ে গেছে কামনার ফুল
সময় পাংশুটে করে দিয়ে গেছে হৃদয়ের অনুভব
সময় পাষাণ মানবীর মতোন আঘাত দিয়ে গেছে__তোমাকে দেখার চোখ আজ তাই ধূলোয় মেশে।
হে অনুপম অনুরাধা আমার ! আসো কৃষ্ণ কৃষ্ণের কাছে
পুরনো চোখে যতটুকু আছে, দেখি
এসো শিশির ভিজে গোলাপে ভিজে যাই __অনুভবে ফোটাই প্রথম যৌবনের কম্পিত মিলন
সময় ধসে দিয়ে যাক__তবু এসো দেখি স্বপণ।
১২.১২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।