মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল ১০টায় এই বৈঠক হবে।
সাধারণত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হলেও সরকার গঠনের পাঁচ দিনের মাথায় বৈঠকে বসছে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা।
গত ১২ জানুয়ারি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
একই দিন ৪৯ সদস্যসের মন্ত্রিসভা শপথ নিলে ওইদিনই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়।
গত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী না থাকলেও এবার দুই জনকে উপমন্ত্রী রাখা হয়েছে।
বিএনপিকে ছাড়া গত ৫ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে ২৯ মন্ত্রী এবং ১৭ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
গত সোমবারই বেশিরভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রী নিজ নিজ দপ্তরে যোগ দিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।