হাই
আমি ধর্মের মর্ম বুঝিনি তাই সেজেছি নাস্তিক
আমি দুনিয়া ঘুরিয়া আজও ধর্মের সংজ্ঞা পাইনি সঠিক
তাই তো আমি সেজেছি নাস্তিক।
হিন্দু হয়ে মসজিদ ভাঙা এই কি ধর্মের মূল কর্ম
মুসলমানে মন্দির ভাঙবে এই কি ধর্মের সারমর্ম
দেখি মঠের জন্য মারামারি
গীর্জা নিয়ে কাড়াকাড়ি
ধর্ম নিয়ে বাড়াবাড়ি
দেখে হইছি দিগ্বিদিক।
তাই তো ভাবি হয়ে যাই নাস্তিক। ।
দেখি জাতির নামে বজ্জাতি আর জাঁতাজাঁতি সর্বক্ষণ
হাতাহাতি-মাতামাতি ধর্মের নামে প্রহসন
ধর্মাধর্মে বেঁধে দাঁঙ্গা
অনাচার হয়েছে চাঙ্গা
আচারের আছোড়ি ভাঙ্গা
এমন ধর্ম-কর্ম অযৌক্তিক।
তাই তো আমি সেজেছি নাস্তিক। ।
দেখি নামের আগে মোহাম্মদের নাম বসাইছে মিয়া ভাই
তাঁর উপদেশের এক বিন্দুও হৃদয়ে দেয়নি কো ঠাঁই
দেখি বৌদ্ধ-হিন্দুর নামের ছন্দ
শুদ্ধানন্দ-নিত্যানন্দ
যায়নি তাঁদের কামের গন্ধ
তাঁরাই ধর্মের মুখ্য পথিক।
তাই তো ভাবি হয়ে যাই নাস্তিক। ।
তাই নকুল কয় মোর সকল গেছে নকলের পাল্লায় পড়ে
গর্ব আজি খর্ব আমার সর্বহারা চরাচরে
আমি পাইনি ধর্মের আদ্যোপান্ত
বিশ্বকান্তের মূল সিদ্ধান্ত
ক্লান্ত হয়ে হলাম ক্ষান্ত
ঠিক না পেয়ে ঠিক-বেঠিক।
তাই তো আমি সেজেছি নাস্তিক। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।