প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
নারী, তুমি আমার আরাধনা সৌন্দর্যের অন্তর্গত অনুভব।
.......................................................
এত গাদা গাদা বই পড়েছি আমি তোমার জন্য
এই যে অধ্যয়ন, তাও।
তোমাকে পাবো বলে আমার সেই বর্ণমালা শেখার বয়স থেকে কত সাধনা করছি আমি।
তোমাকে পাবার জন্য চরিত্রগঠন, শিষ্টাচার অর্জনের সূত্রাবলী মুখস্থ্য করেছি__
তোমার জন্য সেই কত কত দিন বলাকা-অনুভব নিয়ে পাখা মেলে আছি আকাশের গায়ে।
আমি তোমার জন্য বিনিয়োগ করেছি__লোভী ব্যবসায়ীর মতোন
মানুষ বেহেস্ত পাবার জন্য প্রার্থনা করে__আমি তোমাকে পাবার জন্য করেছি
মানুষ ব্যবসায় লাভের জন্য করজোড়ে প্রার্থনা করে
কেউ যুদ্ধ জয়ের জন্য __আমি তোমার জন্য
তুমি আমার সবচে বড় বিনিয়োগ, তুমি আমার কেন্দ্রিয় ব্যাংক
তুমি আমার সকল পুঁজির আধার
কেউ করে আলীশান ফ্লাটর জন্য
কেউ আবার লটারীতে এক কোটি টাকা পাবার আশায়
কেউ সুন্দরী রূপসী বউ পাবার জন্য দরগায় মানত করে, সিন্নি দেয় মসজিদে
ফকির মিসকিনকে খাওয়ায়
আমি তা করিনা,
আমি তোমাকে পেতে আমার সত্তাকে আমি আনত করেছি সুন্দরের কাছে, স্রষ্টার কাছে
আমি সৌন্দর্যের কাছে নিজকে সমর্পণ করেছি
আমি তোমার জন্য আমার বোধের অধ্যায়গুলো পড়েছি রাত্রিদিন
আমি তোমাকে ভালোবাসার বিভাজিত পরিচ্ছেদ মুখস্থ্য করে__
প্রখর করেছি নিজের বুদ্ধিবৃত্তিকে।
নারী, তুমি আমার আরাধনা সৌন্দর্যের অন্তর্গত অনুভব।
১৪.১১.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।