পাপাডাম বানিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন বাংলাদেশের টিপু রহমান। লন্ডনে ৫ ফুট ৮ ইঞ্চি পাপাডামের (পাঁপড়) টাওয়ার তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি। ১ ঘণ্টা ৫২ মিনিট ধরে ৫ ফুট ৮ ইঞ্চির পাঁপড়ের টাওয়ার তৈরি করে পাকিস্তানের নাঈম আসলামের ৫ ফুট ৪ ইঞ্চির উচ্চতার পাপাডাম তৈরির গিনেস রেকর্ডটি ভাঙেন।
ঢাকা উত্তরার সন্তান টিপু রহমান ১৮ বছর আগে পাড়ি জমান ব্রিটেনে। এর পরপরই রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হন তিনি। তার এই পাপাডাম নির্মাণের পেছনে প্রায় দুই বছরের শ্রম রয়েছে। টানা দুই বছর চর্চার পর অবশেষে সফলতার দেখা পান টিপু। তার তৈরি পাপাডাম গিনেস বুকে নাম লেখায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।