আমাদের কথা খুঁজে নিন

   

পুড়ছে গাড়ি পুড়ছে মানুষ



রাজনীতির এই অস্থিরতা আর কতকাল চলবে ? শস্য-শ্যামল সোনার এ দেশ আর কতদিন জ্বলবে ? পুড়ছে গাড়ি পুড়ছে মানুষ কে আছে যে দেখবে মানুষ মারার এত হিসেব কে আছে যে লেখবে ? সিটিং করে নেতার দলে যা খুশি তা বলবে দগ্ধ হয়ে ডাকছে মাবুদ রোগীর ভেতর ক্বলবে । রোষানলে পড়ে মানুষ কেন শূলে চড়বে ? অমনিভাবে আর কতকাল ভাইয়ে ভাইয়ে লড়বে ? কে সে দয়াল আছেন দেশে আরজিটা মোর পড়বে ? তাবিজ-কবজ করলে কি ভাই টনক তাদের নড়বে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।