জীবণের অনুভূতি গুলো সব ছোটগল্পের মত । শেষ হইয়াও হয় না শেষ । পূর্ণতারও কিছু অপূর্ণতা থেকে যায় ।
জ্বলছে আগুন, পুড়ছে মানুষ,
ভাঙ্গছে হাজার দোকান-পাট,
চলছে না বাস, চলছে না ট্রেন,
অচল ঢাকার সদর ঘাট।
জেলের বাতাস হচ্ছে গুমোট
নির্দোষীদের নিঃশ্বাসে,
কুঠার আঘাত হানছে দানব
মানবতার বিশ্বাসে।
নিরস্ত্রদের বুক ফুটো আজ
পুলিশ র্যাবের গুলিতে,
আকাশ-বাতাস বিষাক্ত সব
টিয়ার শেলের ধোঁয়াতে।
কান পেতে শোন্, শুনতে পাবি
সংখ্যালঘুর আর্তনাদ,
হয়ত স্লোগান শুনতে পাবি
'রাজনীতিবীদ মূর্দাবাদ'!
এত্ত কিছুর পরেও যাদের
নড়ছে নাকো টনক রে,
কেমন করে নিজ'কে বলিস
জনগণের সেবক রে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।