নানা টালবাহানার মধ্য দিয়ে মালদ্বীপে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ কার্যক্রম।
এর আগে তিন তিনবার মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ প্রচেষ্টা ব্যর্থ হয়। ভোট গ্রহণের ব্যাপারে সেপ্টেম্বরে দেশটির হাইকোর্ট নিষেধাজ্ঞা জারির পর ৯ নভেম্বর ফের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সে নির্বাচনেও কোন প্রার্থী একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেননি। ফলে দ্বিতীয় দফায় আজ শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, ভোটকেন্দ্রগুলো খুলে দেয়ার আগেই ভোটরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। এবারের নির্বাচনে সব মিলিয়ে বৈধ ভোটারের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার। আর ভোট কেন্দ্র ৪৭৫টি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।