আমাদের কথা খুঁজে নিন

   

বিক্ষোভের হাওয়া এখন মালদ্বীপে

আমি বাংলার...।
সোমবার, 02 মে 2011 08:00 ইউকেবিডি ডেস্ক :: আরব বিশ্ব ছাপিয়ে এবার বিক্ষোভের ছোঁয়া মালদ্বীপে এসে লেগেছে। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদের পদত্যাগের দাবিতে রোববার রাজধানী মালেতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এ সময় সরকার বিরোধী বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে বলে জানা যায়। দেশের অর্থনৈতিক অবস্থার অবনতির প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে।

বিক্ষোভকারীদের একজনের দাবি, সংঘর্ষের সময় পুলিশ অন্তত ৩০ জন বিক্ষোভকারীকে আটক করেছে। সামপ্রতিক সময়ে দ্রব্যমূল্য ও বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে সরকার বিরোধী এ বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির প্রধান বিরোধী দল মালদ্বীপ পিপলস পার্টি অভিযোগ করছে, সমপ্রতি সরকার ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার দাম কমানোর কারণে দ্রব্যমূল্য ৩০ শতাংশ বেড়েছে। কিন্তু সরকারের দাবি বিশ্ববাজারে খাদ্য ও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। প্রসঙ্গত, মালদ্বীপে ৩০ বছরের স্বৈরশাসনের পর ২০০৮ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত বহুদলীয় নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নাশিদ ক্ষমতায় আসেন ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.