কিশোরগঞ্জের ইউপি সদস্য রবিউল্লাহকে হত্যার দায়ে এক আসামির ফাঁসি ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামাল মিয়া পলাতক ছিলেন। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। তারা হলেন সোহেল, রুবেল মিয়া, সোহেল (১)। আসামিদের মধ্যে রুবেল মিয়া কিশোরগঞ্জের সাবেক বিএনপিপন্থি সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর ছেলে। এ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে হাজির ৯ কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন দয়াল মিয়া, আনারস মিয়া, শাহীন মিয়া, প্রকাশ মিয়া, আবুল মিয়া, রুপক, নুরুল ইসলাম সুজিত, রানা শিকদার ও মামুন মিয়া। এই ৯ আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উল্লেখ্য, ২০০৫ সালের ২৫ এপ্রিল ইউপি সদস্য রবিউল্লাহ খুন হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।