৩০ বছর পর ফাঁসির আসামি হিসেবে কাটিয়ে আবার মুক্ত জীবনে ফিরে এসেছেন। ৩০ বছর পর নির্দোষ প্রমাণিত হলেন তিনি! আদালতের ভুল রায়ে গ্লেন ফোর্ড নামে ওই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের লুসিয়ানার কারাগারে সাজা খেটেছেন ৩০টি বছর। তার বর্তমান বয়স ৬৪ বছর।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত সময় বিনা দোষে ফাঁসির জন্য অপেক্ষা করেছেন এমন ঘটনা বিরল। তবে ভুল রায়ের ঘটনা অনেকবারই ঘটেছে। জানা গেছে, লুসিয়ানা স্টেটের প্রসিকিউটর শ্রেফপোর্ট আদালতের বিচারককে জানান, ফোর্ডকে আর আটকে রাখা যায় না। এর পরই তাকে আদালত মুক্তির আদেশ দেন। সম্প্রতি মুক্তি পান ফোর্ড। ১৯৮৪ সালে আদালত গ্লেন ফোর্ডকে ফাঁসির আদেশ দেন। এর আগে নভেম্বরে ইসাডোর রোজম্যান নামে গয়নার দোকান 'শ্রেফপোর্ট জুয়েলারি'র শ্বেতাঙ্গ মালিক খুন হন। ফোর্ড মূলত গয়না আনা-নেওয়ার কাজ করতেন। নিরাপত্তার জন্য মালিক তাকে পয়েন্ট ৩৮ বোরের একটি রিভলবার দেন। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।