আমাদের কথা খুঁজে নিন

   

সাকা চৌধুরীর ফাঁসি

সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশের রাজনীতির এক মহাশক্তিধর ব্যক্তির ফাঁসির আদেশ দেওয়া হলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপিকে ফাঁসির আদেশ দেওয়ার মাধ্যমে প্রমাণিত হলো আইনের হাত সত্যিকারভাবেই বড়। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যকে মৃত্যুদণ্ডাদেশে দণ্ডিত করা হলো। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ২৩টি অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ, যার মধ্যে নয়টি প্রমাণিত হয়েছে। এগুলোর মধ্যে সাতটি হত্যা ও গণহত্যার এবং দুটি নির্যাতনের অভিযোগ রয়েছে। ২৩টি অভিযোগের আটটি অভিযোগ প্রমাণিত হয়নি এবং ছয়টি অভিযোগের স্বপক্ষে রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির না করায় সেগুলো নিয়ে আলোচনা হবে না বলে ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছে। প্রমাণিত নয়টি অভিযোগের মধ্যে চারটিতে ফাঁসি, তিনটিতে ২০ বছর করে এবং বাকি দুটিতে পাঁচ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বিচারপতি এ কে এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। গহিরার গণহত্যা, অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ হত্যা, জগমল্লপাড়া গ্রামে হামলা চালিয়ে ৩২ জন হিন্দু নারী-পুরুষকে গণহত্যা, সুলতানপুরে নেপাল চন্দ্র ও অপর তিনজনকে হত্যা, ঊনসত্তরপাড়ায় ৬৯-৭০ জনকে গণহত্যা, রাউজান পৌরসভা এলাকার সতীশ চন্দ্র পালিত এবং চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মোজাফফর আহম্মদ ও তার পুত্র শেখ আলমগীর হত্যার অভিযোগ প্রমাণিত হয়। নিজামউদ্দিন আহম্মদ ও সালেহউদ্দিন আহমদকে অপহরণ ও নির্যাতনের অভিযোগও প্রমাণিত হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশের মাধ্যমে একাত্তরের একজন চিহ্নিত অপরাধীকে সর্বোচ্চ সাজা দেওয়া হলো। সাকা চৌধুরী একাত্তরে ছিলেন অপ্রতিরোধ্য দাপটের অধিকারী। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর পাকিস্তানি ধারার রাজনীতির চর্চা শুরু হলে তিনি রাজনীতির রথী-মহারথীতে পরিণত হন। এরশাদ আমলে মন্ত্রী এবং বিএনপি আমলে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে অধিষ্ঠিত হন। এত কিছুর পরও তার পক্ষে একাত্তরের যুদ্ধাপরাধের দায় এড়ানো সম্ভব হলো না। সত্য তার স্বদ্যুতিতেই পরিস্ফুটিত হলো এই রায়ের মাধ্যমে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.