আমাদের কথা খুঁজে নিন

   

কর ফাঁকি দিয়েছে গ্রামীণের সাত সহযোগী প্রত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন বলেছেন, বেআইনিভাবে কর রেয়াত নেওয়ার অভিযোগের বিষয়ে গ্রামীণ ব্যাংকের সহযোগী সাত প্রতিষ্ঠানের দাবি সঠিক নয়। এনবিআর কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচ্য সাতটি কোম্পানি যে বক্তব্য দিয়েছে তা সঠিক তথ্যনির্ভর নয়। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বেআইনিভাবে কর রেয়াত নিয়েছেন বলে মনে করছে এনবিআর।

গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন, গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, গ্রামীণ কমিউনিকেশনস, গ্রামীণ শক্তি, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ ট্রাস্ট ও গ্রামীণ কল্যাণ বুধবার এক যৌথ বিবৃতিতে দাবি করেছে, তারা সঠিক নিয়মে আয়কর দিয়েছে এবং নিয়ম মেনেই রেয়াত সুবিধা নিয়েছে। কিন্তু গোলাম হোসেন বলেন, আইন অনুযায়ী কর দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তারা তা দেয়নি। এসব প্রতিষ্ঠান বিভিন্ন সময় আয়কর ছাড় নিলেও যেভাবে তা নেওয়া হয়েছে তা সঠিক হয়নি বলে উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে প্রতিটি প্রতিষ্ঠানের অভিযোগের বিষয় আলাদাভাবে ব্যাখ্যা করেন তিনি। গোলাম রহমান বলেন, আয়কর আইনের ৬১ ধারা অনুযায়ী কোনো আয়করদাতার তথ্য-উপাত্ত জনসমক্ষে প্রকাশে বিধিনিষেধ থাকায় প্রতিষ্ঠানগুলো কী পরিমাণ আয়কর ফাঁকি দিয়েছে তা প্রকাশ করছে না এনবিআর। গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের আয়কর ফাঁকি সম্পর্কে চেয়ারম্যান জানান, প্রতিষ্ঠানটি বিভিন্ন করবর্ষে দাখিলকৃত রিটার্নে আয়ের উৎস হিসেবে মৎস্য, কৃষি ও পশুসম্পদ খাত এবং ব্যাংক সুদ দেখিয়েছে। কিন্তু এ খাতের আয় শর্তসাপেক্ষে করমুক্ত। তবে কৃষি খাত ও ব্যাংক সুদ আয়ের ওপর আয়কর প্রযোজ্য থাকলেও প্রতিষ্ঠানটি তা প্রদান করেনি। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ১০ শতাংশ সরকারি বন্ডের বিনিয়োগের বাধ্যবাধকতা পরিপালন করেনি করদাতা। গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠানটি সব ধরনের মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি শেয়ার কেনাবেচায় জড়িত। শেয়ার কেনাবেচা থেকে অর্জিত মুনাফা প্রতিষ্ঠানটি করমুক্ত হিসেবে দাবি করলেও নিয়মিত শেয়ার ট্রেডিং ব্যবসা থেকে অর্জিত মুনাফার ওপর আয়কর প্রদান করেনি। ফলে বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.