আমাদের কথা খুঁজে নিন

   

আফগান সীমান্তে মার্কিন ঘাঁটিতে তালেবান হù

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবানরা। গতকাল এক আত্দঘাতী বোমা হামলাকারী ও বন্দুকধারীরা এ হামলা চালায়। ওই সময় উভয়পক্ষে তিন থেকে চার ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হয়। এতে তিন তালেবান জঙ্গি নিহত হয়।

আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (ইসাফ) এক মুখপাত্র বলেন, নানগাহার প্রদেশের মার্কিন ঘাঁটিতে ওই হামলার ঘটনায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর কোনো সদস্য নিহত হননি।

ইসাফের এক মুখপাত্র এএফপিকে বলেন, নানগাহার প্রদেশের ওই ঘাঁটিটিতে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, এখন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আফগান কর্মকর্তারা জানান, পাকিস্তান সীমান্তবর্তী তোরখামে এ হামলাটি চালানো হয়েছে। এটি ন্যাটো বাহিনীর অন্যতম প্রধান রসদ সরবরাহকারী রুট।

প্রসঙ্গত, এই সীমান্ত এলাকায় প্রায়ই তালেবান হামলার ঘটনা ঘটে। তবে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা সচরাচর ঘটে না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.