আমাদের কথা খুঁজে নিন

   

যুবকের লাশ দাফনে বাধা এএসআই প্রত্যাহার

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের পিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় এএসআই মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে রবিবার রাতে পুলিশ জাকিরের লাশ দাফন করতে চাইলে পরিবার ও স্থানীয়রা দোষী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করে লাশ দাফনে বাধা দেন। পরে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করলে গতকাল লাশ দাফন করা হয়। এএসপি হালিম (ভেড়ামারা সার্কেল) বলেন, এ ঘটনায় এএসআই মাসুদকে প্রত্যাহার করে কুষ্টিয়া পুলিশলাইনসে নেওয়া হয়েছে। কোনো পুলিশ কর্মকর্তা দায়ী হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মাসুদুর রহমান শনিবার উপজেলার চরপ্রাগপুর থেকে জাকিরকে গ্রেফতার করেন। পরে উৎকোচ না পেয়ে তাকে নির্যাতন করে থানায় সোপর্দ করেন। ওইদিন রাতেই থানা হাজতে জাকিরের মৃত্যু হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.