আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের মানুষকেই বেশি ভালো লাগে

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা বলেছেন, বাংলাদেশের মানুষ ভীষণ চমৎকার। আমি এশিয়ার অন্যান্য দেশে উন্নয়নকাজে জড়িত ছিলাম। কিন্তু এ দেশের মানুষকেই সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাংলাদেশের উন্নয়নে আছি এবং থাকব। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল দুপুরে তিন দিনব্যাপী জেন্ডার মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইউএসএআইডি ও রোকেয়া বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ মেলার আয়োজন করে। রাষ্ট্রদূত আরও বলেন, 'বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়।

সবাই মিলে কাজ করলে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে। এ দেশে যে পরিমাণ সম্পদ রয়েছে, তা সঠিকভাবে ব্যবহার করলেই সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, তা বাস্তব হবে।

' তিনি বলেন, 'এ দেশের নারীরা অনেক এগিয়ে গেছে। তাদের কাজের মূল্যায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়নে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। নারীকে এগিয়ে নিতে হলে তাদের আরও শিক্ষিত করে তুলতে হবে। জীবনযাত্রার মানোন্নয়নে নারীর গুরুত্ব অপরিসীম, বিষয়টি বাংলাদেশের নারীরাও বুঝতে পেরেছে।

'

মোজেনা এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও তথ্যকেন্দ্রে ইউএসএআইডি, ভয়েস অব আমেরিকা ও রেডিও টুডের আয়োজনে 'বাংলাদেশে নারীর ক্ষমতায়ন' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

উপাচার্য ড. একেএম নূর-উন-নবীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, মার্কিন দূতাবাসের মিশন প্রধান জেনেনা জেরুজালেক্সি আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, ইউএসএআইডির জেন্ডার বিষয়ক উপদেষ্টা মাহমুদা রহমান খান এবং ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিস প্রধান রোকেয়া হায়দার বক্তব্য দেন।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.