আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. নুরুল আমীন। জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নগরীর বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। মেলায় সরকারি ২০টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর 'ডিজিটাল বাংলাদেশ ও অর্জন এবং বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার দ্বিতীয় দিন আজ আগ্রহীদের ই-মেইল খুলে দেওয়া হবে। এ ছাড়াও কুইজ প্রতিযোগিতা ও সন্ধ্যায় তথ্যচিত্র প্রদর্শন করা হবে। তৃতীয় দিনে বরিশালের ই-সার্ভিস নিয়ে আলোচনা অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.