আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধা ভালোবাসায় রঙ্গলাল সেনকে শেষ বিদাü

রাষ্ট্রীয় সম্মান ও অগণিত মানুষের ফুলেল শ্রদ্ধার মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে বিশিষ্ট সমাজবিজ্ঞানী, জাতীয় অধ্যাপক রঙ্গলাল সেনকে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা, জগন্নাথ হল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বিশিষ্টজন, সহকর্মী, ছাত্রছাত্রী ও অসংখ্য শুভানুধ্যায়ী তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল সকাল ১০টায় অপরাজেয় বাংলায় তাকে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে গার্ড অব অনার প্রদান করা হয়। তার কফিনে জড়িয়ে দেওয়া হয় লাল-সবুজ পতাকা। এরপর তার সহকর্মী এবং শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বেলা ১১টার দিকে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতিবিষয়ক সচিব রণজিৎকুমার প্রমুখ।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ। এ ছাড়া সিপিবি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক আন্দোলন, মহিলা পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তাকে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুণী ও প্রবীণ এই শিক্ষকের অবদান বিরল। তার প্রয়াণের এ ক্ষতি অপূরণীয়।

আসাদুজ্জামান নূর বলেন, দেশের সংকটময় মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার চেতনা ও আদর্শ শিক্ষা ক্ষেত্রে অতুলনীয়।

অধ্যাপক রঙ্গলাল সেন ১৯৩৩ সালের ২৪ সেপ্টেম্বর সিলেটের মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.