আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ বাহিনীর শৃঙ্খলা

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকেন পুলিশ সদস্যরা। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সেই পুলিশ সদস্যদের মধ্যে শান্তি-শৃঙ্খলার ব্যত্যয় ঘটছে। বিশেষত ঢাকা মহানগর পুলিশে বৃদ্ধি পেয়েছে শৃঙ্খলা ভঙ্গের প্রবণতা। পিআরবি অ্যাক্ট অমান্য করা হচ্ছে যথেচ্ছভাবে। ভেঙে পড়ছে পুলিশের চেইন অব কমান্ড। বাংলাদেশ প্রতিদিনে বেসামাল পুলিশ শীর্ষক শিরোনামে ঢাকা মহানগর পুলিশের যে হাল-হকিকত তুলে ধরা হয়েছে তা সত্যিকার অর্থেই উদ্বেগজনক। পোস্টিংয়ের ক্ষেত্রে কোনো নিয়মনীতি না মানার প্রবণতায় বহু ক্ষেত্রে জুনিয়ররা সিনিয়রদের ডিউটি বণ্টন করছেন। পদায়নের ক্ষেত্রে সিনিয়রিটি-জুনিয়রিটি মূল্যায়িত না হওয়ায় চেইন অব কমান্ড ভেঙে পড়ছে। পুলিশের পদায়নের ক্ষেত্রে সর্বগ্রাসী রাজনৈতিক প্রভাব এ বাহিনীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। রাজনৈতিক প্রভাবে পদায়নপ্রাপ্তরা সিনিয়রদেরও পাত্তা দিচ্ছেন না। কোনো কোনো পুলিশ কর্মকর্তা গ্রেফতার বাণিজ্য এবং মাদক কেনা-বেচার সঙ্গেও জড়িত হয়ে পড়ছেন। মন্ত্রী-এমপিদের দোহাই দিয়ে ঊধর্্বতন কর্তৃপক্ষের নির্দেশকে পাশ কাটিয়ে যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের কোনো কোনো কর্মকর্তা। থানাগুলোতে পুলিশি পোশাক ব্যবহার না করা কোনো কোনো কর্মকর্তার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ফলে কে পুলিশ অফিসার, কে তদবিরকারী আর কে আসামি তা বহু ক্ষেত্রে উপলব্ধি করা দায় হয়ে দাঁড়ায়। পোশাক না পরে ডিউটি করার সুযোগ থাকায় প্রতারক চক্রের জন্য সুবিধা হচ্ছে। তারা নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে আসামি ছাড়িয়ে দেওয়া কিংবা অন্য কোনো তদবিরের নামে প্রতারণা করার সুযোগ পাচ্ছে। ঊধর্্বতন কর্মকর্তাদের অজ্ঞাতে রাজধানীতে পুলিশের চেকিংপোস্ট বসানো হচ্ছে বোধগম্য উদ্দেশ্য নিয়ে। পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ তাদের সোর্সদের ব্যবহার করে 'অভিযান' চালাচ্ছেন এমন অভিযোগও কম নয়। পুলিশ বাহিনীর ওপর শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ন্যস্ত। কিন্তু যাদের মধ্যে শৃঙ্খলার অভাব রয়েছে তাদের দ্বারা শৃঙ্খলা প্রতিষ্ঠা কতটা সম্ভব। রাজনৈতিক প্রভাব যেখানে পদায়নসহ সব কিছুর চাবিকাঠি সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষে কীভাবে দল-মতের ঊধের্্ব থেকে দায়িত্ব পালন করা সম্ভব তা আমাদের বোধগম্য নয়। আইনশৃঙ্খলার স্বার্থে পুলিশের চেইন অব কমান্ড দৃঢ় করার দিকে নজর দিতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.