মঙ্গলবার এক বিবৃতিতে শিশুদের সহিংসতা ও বাধামুক্ত পরিবেশে জীবনযাপন নিশ্চিত করতে সব দলের প্রতি আহ্বান জানান সংস্থাটির প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ।
তিনি বলেন, নির্বাচনের আগে ও নির্বাচনকালীন সময়ের মতো চরম অনিশ্চিত সময়ে শিশুদের আবাস, পারিপার্শ্বিক পরিবেশ ও বিদ্যালয়কে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে রাখা দরকার। সব দেশে রাজনৈতিক কোলাহল থেকে শিশুদের নিরাপদে রাখতে হবে।
গত কয়েক সপ্তাহে দেশে চলমান রাজনৈতিক সহিংসতায় বেশ কয়েকজন শিশু হতাহতের ঘটনা ঘটেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, শিশুদেরকে স্বাভাবিক জীবনধারা অব্যাহত রাখাসহ নায্য অধিকার ভোগ করার সুযোগ দিতে হবে। তাদের বাধাহীনভাবে মৌলিক সামাজিক সেবা দিতে হবে।
“এই সেবাদানের দায়িত্বে নিয়োজিত শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদেরও সহিংসতা থেকে নিরাপদে রাখতে হবে, যাতে তারা শিশুদের প্রতি দায়িত্ব বা কর্তব্য পালনে কোনো ভয় বা বাধার সম্মুখীন না হন।”
বিবৃতিতে শিশুদেরকে সব ধরণের সংঘাত-সংঘর্ষ থেকে নিরাপদে রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির আহ্বান জানানো হয়।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোটের গত কয়েক সপ্তাহে কয়েক দফায় টানা তিন দিনের হরতালের সময় আগুনে পুড়ে ও বোমা বিস্ফোরণে অন্তত দুই শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া বোমার আঘাতে ও আগুনে বেশ কয়েকজন শিশুর শরীর ঝলসে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।