আমাদের কথা খুঁজে নিন

   

মৃতদেহের ছবি সরাবে গুগল

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ২০০৯ সালে কেভিন বারেরা গুলিবিদ্ধ হয়ে মারা যান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিচমন্ড এলাকায় রেলওয়ে লাইনের পাশে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল।
ওই তরুণের মৃতদেহ ও তার পাশে পুলিশের গাড়ির ছবি সে সময় গুগলের স্যাটেলাইট ইমেজে উঠে যায়।
মৃত তরুণের বাবা যশ বারেরা কেটিভিইউ-টিভিকে জানিয়েছেন, তিনি গুগলকে ছবিটি সরিয়ে ফেলতে বলেছেন। কারণ ছবিটিতে তার সন্তানের মৃতদেহের পাশে পুলিশের গাড়ি আর অফিসারদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


বারেরা বলেছেন, “ছবিটি দেখলেই আমার এখনও মনে হয়, বুঝি কালকের ঘটনা। আর তা আমাকে অনেক স্মৃতি স্মরণ করিয়ে দেয়। ”
ছবিটি সরিয়ে ফেলার জন্য আটদিন সময় লাগবে বলে জানিয়েছে গুগল।
গুগলের মানচিত্র সার্ভিসটির ভাইস-প্রসিডেন্ট ব্রায়ান এমসি ক্লেন্ডন বলেছেন, “মিডিয়া আমাদের সঙ্গে যোগাযোগ করার পর আমরা এ সমস্যা সমাধানে বিভিন্ন টেকনিক্যাল উপায় খুঁজতে থাকি। গুগল আগে কখনোই এত তাড়াতাড়ি প্রকাশিত স্যাটেলাইট ইমেজ সরিয়ে ফেলেনি, কিন্তু এ ক্ষেত্রে আমরা তার ব্যতিক্রম ঘটাতে চাচ্ছি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.