আমাদের কথা খুঁজে নিন

   

জামালপুরে ফোনের দোকানে চুরি

শহরের কথাকলি মার্কেটের মোবাইল ফোনের দোকান জান্নাত এন্টারপ্রাইজের মালিক শামসুল ইসলাম জানান, রাতে তার দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা নগদ সাড়ে ছয় লাখ টাকা ও ৮০/৯০ লাখ টাকার মোবাইল ফোন সেট নিয়ে গেছে।
অপরদিকে তমালতলা রোডের এলআর টেলিকমের মালিক লুৎফর রহমান জানান, তার দোকান থেকে নগদ তিন লাখ টাকা ও প্রায় পাঁচ লাখ টাকার মোবাইল ফোন সেট চুরি করেছে।
লুৎফর রহমান আরো জানান, তার দোকানের সব তালা লাগানো ছিল। চোররা বিকল্প চাবি দিয়ে তালা খুলে চুরি শেষে আবার তালা লাগিয়ে রাখে।
জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, দুটি চুরির ঘটনাই রহস্যজনক। জিজ্ঞাসাবাদের জন্য ইউনুস আলী (৬০) নামে এক নৈশ প্রহরীকে আটক করেছে পুলিশ।
দুটি চুরির ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.