আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় দিনে জাতীয় পার্টির ১৩৪ মনোনয়ন ফরম বি

দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে গতকাল ১৩৪টি আবেদন ফরম বিক্রি হয়েছে। এ নিয়ে তিন দিনে ৪৩১টি আবেদন ফরম বিক্রি হয়েছে। পার্টি চেয়ারম্যান এরশাদ এর আগে রংপুর-১ আসন থেকে মনোনয়ন গ্রহণ করলেও গতকাল তিনি রংপুর-১ আসন পরিবর্তন করে রংপুর-৪ আসন থেকে মনোনয়ন নিয়েছেন। ফলে রংপুর-৩ ও ৪ এবং ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এরশাদ। এ ছাড়াও পার্টির শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ গাইবান্ধা-৫ আসন, অধ্যাপক দেলোয়ার হোসেন খান-ঢাকা-৯ ও চাঁদপুর-৩ আসন, সাবেক এমপি মশিউর রহমান রাঙ্গা রংপুর-১, এমরান হোসেন মিয়া চাঁদপুর-২, সাবেক এমপি আবুল কাশেম টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন আবেদনপত্র গ্রহণ করেছেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন ফরম বিক্রি চলবে।

দুই দলকে জনগণ প্রত্যাখ্যান করবে : এদিকে গতকাল রাজধানীর সবুজবাগ ও মুগদায় পৃথক দুটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, দুই দলকে প্রত্যাখ্যান করে আগামীতে দেশবাসী হুসেইন মুহম্মদ এরশাদ ও তার লাঙ্গল প্রতীকের প্রতিটি প্রার্থীকে বিজয়ী করাবে। তিনি বলেন, দীর্ঘ ২৩ বছরের দুঃশাসন থেকে এদেশকে মুক্ত করতে জনগণের ভোটের মাধ্যমে ছাড়া অন্য কোনো বৈধ পথ নেই। সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.