আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি নেতাদের গরু ধরে নিয়ে ভূরিভোজ!

বাগেরহাটের রামপাল উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে রামপালের মলি্লকেরবেড় ইউনিয়নের চারটি গ্রামের বিএনপি নেতাদের বাড়িতে অগি্নসংযোগ, দোকানসহ বাড়িঘরে লুটপাট চলছে। এমনকি গাছ কেটে নিচ্ছেন এবং হালের বলদ লুট করে ভোজসভা করছেন ক্ষমতাসীন দলের ক্যাডাররা। এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম। ১৫ মার্চ রামপাল উপজেলা পরিষদ নির্বাচনের পর সহিংসতায় জেলা আওয়ামী লীগ নেতা, মলি্লকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির জিলাম আহত হওয়ার পর বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে যায়। মলি্লকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম অভিযোগ করেছেন, তার দুটি বসতবাড়িসহ চারটি ঘর, সাতটি দোকান ১৬ মার্চ লুটপাট ও অগি্নসংযোগ করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। এরপর গত তিন দিনে তার সন্ন্যাসী বাজারের ১২টি দোকানের মালামাল রাতের বেলা লুটপাট ও দিনের বেলা দোকান ঘরগুলো খুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। গতকাল সরেজমিনে মলি্লকেরবেড় এলাকায় গেলে বিএনপি নেতা আবদুল আলিম সাংবাদিকদের জানান, ওই ইউনিয়নের চারটি গ্রামের হুমায়ুন কবীর, জাহিদুল হাওলাদার, ওবায়দুর হাওলাদার, শহীদ হাওলাদার, কাইয়ুম হাওলাদার, চানু হাওলাদার, তৈয়ব আলী শেখ, টুটুল হাওলাদার, সাইফুল তালুকদার, মুজিবর খন্দকার, সাবেক মেম্বার সেলিম হাওলাদার, মুজিবর খানসহ ১১টি বাড়িতে লুটপাট ও অগি্নসংযোগ করেছে শাসকদলের ক্যাডাররা।

জীবনের ভয়ে বিএনপি নেতাদের পরিবারের সদস্যরা এলাকা থেকে পালিয়ে গেছেন। এমনকি বিএনপি নেতাদের বাড়ি থেকে একাধিক হালের বলদ ধরে নিয়ে জবাই করে ভূরিভোজন করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা। শুক্রবারও দুটি গরু নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এখন তারা বাড়ির গাছপালাও কেটে নিয়ে যাচ্ছে। মলি্লকেরবেড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হাফিজুর রহমানের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, এসব ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না এবং সেখানে পুলিশি টহল রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.