আমাদের কথা খুঁজে নিন

   

পিছিয়ে গেলেন সিদ্দিকুর

প্রথম দিনটা গলফার সিদ্দিকুর রহমানের জন্য ছিল চমক। চারটি বার্ডির বিপরীতে বগি, ডাবল ও ট্রিপল বগি পেয়েও তিনি ভালো অবস্থানে ছিলেন। কিন্তু কাল মেলবোর্ন রয়্যাল গলফ ক্লাব মাঠে ভালো করতে পারেননি তিনি। একটি বার্ডির বিপরীতে মোট পাঁচটি বগি পেয়েছেন। অর্থাৎ ৭১ পারের খেলায় দ্বিতীয় রাউন্ডে সিদ্দিকুর ৭৫ শট খেলেছেন। চারটি শট বেশি খেলার কারণে অনেক পিছিয়ে গেছেন তিনি। ৩২তম থেকে নেমে গেছেন ৪৯তম স্থানে। কাল সিদ্দিকুর চতুর্থ, অষ্টম, নবম, ১১তম ও ১৬তম হোলে বগিয়ে পেয়েছেন। আর একমাত্র বার্ডি পেয়েছেন ষষ্ঠ হোলে।

আগের দিনের তুলনায় ভালো করেছেন ভারতের গলফার অনির্বাণ লাহিরি। তিনি পারের চেয়ে এক শট কম খেলে উঠেছেন ষষ্ঠ স্থানে। তবে ব্যক্তি হিসেবে পজিশন নির্দেশ করলে অনির্বাণ রয়েছে ১৫তম স্থানে। আর ভারতের আরেক গলফার গগণজিৎ কালও অনেক খারাপ করেছেন। পারের চেয়ে ছয় শট বেশি খেলে রয়েছেন ৬০তম স্থানে।

আগের দিনের মতো শীর্ষ স্থান ধরে রেখেছেন ডেনমার্কের থমাস বোর্ন। তিনি গতকালও পারের চেয়ে তিন শট কম খেলেছেন। তবে আগে পারের চেয়ে দুই শট কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের কেভিন স্ট্রিলম্যান। যদি আগের দিন তিনি বোর্নের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.