আমাদের কথা খুঁজে নিন

   

পদোন্নতির দাবিতে আজ আন্দোলনে নামছেন ইসির 

পদোন্নতির দাবিতে আজ থেকে আন্দোলনে নামছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের প্রাথমিক কর্মসূচির অংশ হিসেবে ইসি সচিবালয়সহ সারা দেশের কর্মকর্তারা আজ ও কাল নিজ নিজ কর্মস্থলে কালো ব্যাজ ধারণ করবেন। আর দুই দিনের মধ্যে কর্মকর্তাদের দাবি মেনে না নিলে ৮ ও ৯ অক্টোবর কর্মবিরতি পালন করবেন। এ ছাড়া ঈদুল আজহার পর পরই কঠোর আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন তারা। কর্মকর্তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ইসি সচিবালয়ে একটি ও যুগ্ম সচিবের পদমর্যাদায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের শূন্যপদ ও ৫ম গ্রেডের ১৯টি সিনিয়র জেলা অফিসার পদে পদোন্নতি দিতে হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পদকে প্রথম শ্রেণীর পদে উন্নীত করতে হবে। এ ছাড়া থানা নির্বাচন অফিসারের ৫০ ভাগ পদকে সিনিয়র স্কেলে উন্নীত করারও দাবি জানিয়েছেন কর্মকর্তারা। অন্যদিকে কর্মচারী ঐক্যপরিষদের ব্যানারে কাল ইসির প্রধান ফটকের সামনে নতুন পদ সৃষ্টির দাবিতে প্রতীকী অনশন পালন করবেন কর্মচারীরা। পাঁচ দফা দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন। তারা জানিয়েছেন, ইসির ১০ আঞ্চলিক কার্যালয়, ৬৪ জেলা নির্বাচন কার্যালয়ে একটি প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তার পদ এবং উপজেলা নির্বাচন অফিসে উচ্চমান সহকারী ও নৈশপ্রহরীর পদ সৃষ্টি করতে হবে। এ ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের তৃথীয় শ্রেণী পদে পদোন্নতি দিতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.