আমাদের কথা খুঁজে নিন

   

একজন প্রতারকের কথা বলছি

তানজীর০০৭

নিচের ঘটনাটি আমার এক বন্ধুর জীবনে ঘটেছে কিছুদিন আগে বিডি জবস এর একটা বিজ্ঞাপন দেখলাম ''দার অইস ট্রেডিং'' তারা হেলথ একুইপমেন্ত সেলস এর জন্য লক নিচ্ছে। ভাল কথা, রেকুইরেমেন্ত হিসাবে কাতার এম্বাসি থেকে সব সার্টিফিকেট সত্যায়িত করে নিয়ে আস্তে হবে। তারিখ টি ছিল ০৭। ১১। ১৩ আর সত্তাওয়নের শেষ ডেট ছিল ১২।

০৭। ১৩ মাঝখানে ২দিন সরকারি ছুটি। সার্টিফিকেট সত্যায়িত করার জন্য অফিস এর পক্ষ থেকে ফারুক নামে এক লকের নাম দেয়া ছিল আর নাম্বারটি হল ০১৯৫০০৩৬৭৪২ সেই লকের সাথে যোগাযোগ করলাম সে বলল সত্যায়িত করার জন্য ৩৮৫০ টাকা লাগবে তারপর সেটা ইমেইল করে মানিশ প্যাটেল নামে লোকের কাছে ইমেইল করতে হবে। আমি যথারীতি সত্তায়ন করেতে এম্বাসি গিয়েছিলাম। সেখানে যেই ফর্মালিটি কথা বলল তাতে প্রায় ১ সপ্তাহ লেগে যাবে তার জন্য আমি ফারুক সাথে আবার যোগাযোগ করলাম সে বলল তাহলে আমাকে ৩৮৫০ টাকা দেন আমি আপনাকে করে দিচ্ছি।

আমি সত্যায়িত ছারাই দুকুমেন্ত মানিশ এর কাছে পাঠালাম । তখন মানিশ বলল কিছু সার্ভিস চার্জ আছে সেটা ফারুক এর কাছে দিতে হবে ৭৫এউ আস দই তার মানে ৬০০০ টাকা। আমি মানিস কে মেইল করলাম তোমার বিস্তারিত পরিচয় আমাকে দাও তারপর থেকে সে ইমেইল রেপ্ল্য করে না এবং ফারুক মোবাইল কল রিচিভ করে না। অন্য নাম্বার থেকে কল দিলে নাম জানার পরিএ সে রেখে দিছে। আবার অন্য পরিচয় দিলে থতমত খেয়ে টাকা হাতানোর চেষ্টা করে।

আমি তাদের ওয়েব পেজ এ ঢুকেই বুঝতে পেরেছি হইত অনেকেই তাদের প্রতারনার সিকার হবে। আর সবাই সাবধান থাকবেন আদের কাছে থেকে। সবার জন্য শুভ কামনা রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.