বিএনপি-জামায়াতের বিক্ষোভ মিছিল ও যুবলীগ-ছাত্রলীগের রাজপথ দখল নিয়ে টাঙ্গাইলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আজ রোববার সকালে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল থেকে কতিপয় নেতাকর্মীরা শহরে দোকানপাট ও যানবাহন ভাংচুর শুরু করে। এ সময় পুলিশ তাদের বাঁধা দেয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় সংঘর্ষে যুবলীগ ও ছাত্রলীগ অংশ নেয়।
আহতদের মধ্যে ৭ জন বিএনপি-জামায়াত কর্মী গুলিবদ্ধি আছে বলে জেলা বিএনপি সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা দাবি করেছেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল দাবি করে বলেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় বিনা উস্কানিতেই পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর চড়াও হয়।
এ সময় যুবলীগ ও ছাত্রলীগও আমাদের উপর হামলা চালায়।
জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা নবীন বলেন, আমরা রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়ে মাঠে আছি। কিন্ত আমরা আজ বিএনপি-জামায়াতের মিছিলে হামলা করিনি। মিছিল থেকে উল্টো পুলিশের উপর হামলা চালিয়েছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।
টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, বিএনপি-জামায়াত মিছিল করার সময় শহরের ভিক্টোরিয়া মোড়ে পুলিশের ওপর ইট পাটকেল দিয়ে ঢিল ছুড়তে থাকে।
এ সময় তারা কিছু যানবাহন ও দোকানপাট ভাংচুর শুরু করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ১০ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় বিএনপি-জামায়াত কর্মীদের ঢিলে মডেল থানার এসআই মনছুর আলী আরিফসহ তিন পুলিশ সদস্য ও আমাদের সময়ের সাংবাদিক এহসানুল হক শাহীন আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপি-জামায়াতের ৬ কর্মীকে আটক করা হয়েছে। শহরে চমর উত্তেজনা বিরাজ করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।