বছরজুড়ে রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকিং খাতে। চলতি বছরের প্রথম নয় মাসে তালিকাভুক্ত তফসিলি ব্যাংকগুলোর মুনাফা কমেছে ৪৮ শতাংশের বেশি। ২০১৩ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ৩০টি ব্যাংকের মুনাফা গত বছরের একই সময়ের চেয়ে ৪৮ শতাংশ কমে এক হাজার ৫৯৫ কোটি টাকা হয়েছে, যা ২০১২ সালের একই সময়ে ছিল তিন হাজার ৫০ কোটি টাকা। এর মধ্যে ২০টি ব্যাংকের মুনাফা কমেছে, দুটি ব্যাংকের লোকসান বেড়েছে তবে আটটি ব্যাংকের মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এঙ্চেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় ব্যাংকিং খাতে আর্থিক মুনাফায় ঘাটতি দেখা দিয়েছে। এ ছাড়া ঋণ বিতরণে অনিয়মকেও দায়ী করেছেন অনেকে। পরিচালন মুনাফা কমার তালিকায় রয়েছে, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবিএল, স্ট্যান্ডার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক এবং এসআইবিএল, এনসিসি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। এছাড়া শেয়ারবাজার থেকে মুনাফা কমার তালিকায় রয়েছে- এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবিএল, স্ট্যান্ডার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং এসআইবিএল। ব্যাংকগুলোর মধ্যে বছরের নয় মাসে সবচেয়ে খারাপ করেছে ন্যাশনাল ব্যাংক।
ওই সময়ে তাদের লোকসান হয়েছে ৩৮৫ কোটি ৬২ লাখ টাকা। আর গত বছর ওই সময়ে তাদের মুনাফা ছিল ১২০ কোটি ৮২ লাখ টাকা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, দুর্নীতি করে ব্যাংকগুলো যেসব ঋণ দিয়েছে, সেখানে অনেক টাকা আটকে গেছে। ফলে অকার্যকর ঋণের পরিমাণ বেড়েছে, প্রভিশনও বেড়েছে। তাই মুনাফা কমেছে।
এ ছাড়া ব্যাংকের ঋণ তফসিলিকরণ নীতিমালার পরিবর্তনও ব্যাংকের মুনাফার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
তবে ভিন্নমত প্রকাশ করে এনসিসি ব্যাংকের এমডি মো. নুরুল আমিন বলেন, গত এক বছর ধরে দেশে রাজনৈতিক পরিস্থিতি ছিল ব্যাংকিং খাতের জন্য বিরূপ। ঋণ দেওয়া ও আদায়ের ক্ষেত্রে নানা সংকটের মুখে ছিল সব ব্যাংক। এর ফলে ব্যাংক মুনাফা কমেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।